Friday 14th of March 2025

জিম্বাবুয়ে মিশন নিয়ে সাকিবরা এখন ব্রিসবেনে

Daily Bangladesh Tribune »

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা বাংলাদেশ দলের বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর কিছুটা অস্বস্তিতে রয়েছে সাকিব আল হাসানের দল।

সিডনির সেই ব্যর্থতা ভুলে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ব্রিসবেনে। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় ব্রিসবেনে পৌঁছেছে টিম টাইগার্স।

৩০ অক্টোবর ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচে সকাল নয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে তাদের টপকে অন্তত টেবিলের ৩-এ উঠে যেতে পারবেন সাকিবরা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে হারলে চলে যেতে পারে টেবিলের শীর্ষ দুইয়েও।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পায় টাইগাররা। পরের ম্যাচে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের হারের কবলে পড়ে বাংলাদেশ। আজ অবশ্য ব্রিসবেনের বিমান বন্দরে বেশ হাসি খুশি অবস্থাতেই দেখা গিয়েছে সাকিব আল হাসান-নাসুম আহমেদকে।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাকিবদের। এক পর্যায়ে সাংবাদিক বনে যেতেও দেখা গেছে সাকিব-নাসুমকে। ব্রিসবেনে আজ কোনো অনুশীলন নেই টাইগারদের, যে কারণে হোটেলেই সময় কাটাবেন ক্রিকেটাররা। হোটেলে পৌঁছার আগেই বাংলাদেশ দল সোজা চলে গিয়েছে ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা স্টেডিয়ামে। উদ্দেশ্য উইকেট দেখা, তা দেখতে সদলবলে মাঠে পুরো দল। এরপর আগামীকাল শনিবার দলীয় অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

Write Your Comment Here

Comments are closed.