Friday 8th of November 2024

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১২ সেনা নিহত

Daily Bangladesh Tribune »

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও সাত জন।
রোববার মালি সীমান্তের কাছে বৌকলে দু মৌহৌন অঞ্চলের তোয়েনি কমিউনে হামলার এ ঘটনা ঘটেছে বলে তিনটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এ বিষয়ে দেশটির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকারও করেনি।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ওই একই এলাকায় দুই জন প্রভাবশালী জঙ্গি নেতাকে হত্য করেছিল সেনাবাহিনীর একটি স্পেশাল ইউনিট।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের হামলা বৃদ্ধি পাচ্ছে; এতে সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, মালি ও নাইজারে কয়েক হাজার লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

গত বুধবার বুরকিনা ফাসোর নাইজার সীমান্তের কাছে সশস্ত্র একটি গোষ্ঠী ধারাবাহিক হামলা চালিয়ে ৩০ বেসামরিক, সেনাবাহিনীর সেনা ও সরকারপন্থি মিলিশিয়াকে হত্যা করে।

Write Your Comment Here

Comments are closed.