Wednesday 5th of February 2025

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের শেয়ার বিওতে জমা

Daily Bangladesh Tribune »

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়া শেয়ার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির আইপিও শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে গতকাল সোমবার (৯ আগস্ট) প্রেরণ করা হয়েছে।

এর আগে কোম্পানিটির আইপিওতে গত ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আইপিও সমবণ্টনের নীতিমালা অনুযায়ী, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিওতে সাধারণ বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ৬৬টি শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকায় ১০৮ শেয়ার পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৭৬টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।

সাউথ বাংলা ব্যাংক শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের জন্য ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা করে।

Write Your Comment Here

Comments are closed.