Monday 24th of February 2025

৩ হাজার কোটির ঘরে ডিএসইর লেনদেন

Daily Bangladesh Tribune »

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে বড় ব্যবধানে। ডিএসইতে লেনদেন ২ হাজার ৯০০ কোটির ঘর অতিক্রম করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইতে ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৪২৭ কোটি ৭৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১৭৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

Write Your Comment Here

Comments are closed.