Monday 24th of February 2025

সনু নিগমের বাড়িতে সৃজিত – মিথিলা

Daily Bangladesh Tribune »

শাবাশ মিঠু’ নামের হিন্দি ছবির শুটিং করতে সৃজিত মুখার্জি এখন মুম্বাইয়ে। তিন মাস তাঁকে সেখানেই থাকতে হবে। মিথিলারও ‘মায়া’র শুটিং শেষ। পশ্চিমবঙ্গের পরিচালক রাজর্ষি দের এই ছবিই হতে যাচ্ছে বাংলাদেশের বাইরে মিথিলার প্রথম চলচ্চিত্র। গত ২৮ জুলাই ছবিটির শুটিং শেষ হয়েছে। মিথিলা তাই ভাবলেন, সৃজিতের সঙ্গে কয়েকটা দিন থাকবেন। তাই মেয়ে আইরাকে নিয়ে শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ে উড়াল।
মিথিলা বলেন, ‘অন্য কোনো দরকারে নয়, আমাদের দাওয়াত ছিল সনুদা ও মধুরিমা দিদির বাড়িতে। এমনিই দাওয়াত। সৃজিতের কয়েকটা সিনেমায় সনু নিগম প্লেব্যাক করেছেন। শেষ মুক্তি পাওয়া ছবি ‘গুমনামিতে’ও গেয়েছেন তিনি। আর মধুরিমা দিদি কলকাতার মেয়ে। সৃজিতের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। সনু নিগমের গানের অনেক বড় ভক্ত সৃজিত।’

Write Your Comment Here

Comments are closed.