Wednesday 5th of February 2025

হেলিকপ্টারে করে আনা হলো খাবার

Daily Bangladesh Tribune »

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই ব্যক্তি রাজধানী কুয়ালালামপুরের বাসিন্দা। সেখান থেকে তিনি আইপহ শহরে হেলিকপ্টার পাঠান ‘নাসি গাঞ্জা’ নামের একটি খাবার কিনতে। খাবারটির ডিশে ভাতের সঙ্গে থাকে মাছ, মাংস, সবজি ও সস। মালয়েশিয়ার জনপ্রিয় এ খাবারের ৩৬টি ডিশ নিয়ে ফেরে হেলিকপ্টারটি।
লকডাউনের মধ্যে যখন সাধারণ মানুষ খুব জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না, তখন ঘটা করে খাবার কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ সমালোচনা। অনলাইনে হেলিকপ্টারটির একটি ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। কড়াকড়ির মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশও।

Write Your Comment Here

মন্তব্য করুন »