Friday 8th of November 2024

সিরিজ জয় বাংলাদেশের

Daily Bangladesh Tribune »

সাকিব ফিরলেন তার ‘স্বরূপে’ । ৯৬ রানের অপরাজিত ইনিংসে মেরেছেন ৮টি চার। তাঁকে ভাল সঙ্গ দিয়েছেন ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকা সাইফউদ্দিন। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

রানে ফিরলেন সাকিব আল হাসান। তার অপরাজিত ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। হারারের স্পোর্টস ক্লাবে মাঠে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৪১ রানের টার্গেট দেয় স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে কক্ষপথে নিয়ে যান সাকিব। অষ্টম উইকেটে সাইফুদ্দিনের সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাঁচ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ।

 

Write Your Comment Here

মন্তব্য করুন »