Monday 7th of October 2024

দেশে করোনায় মারা গেছেন ১৬২ জন চিকিৎসক

Daily Bangladesh Tribune »

করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ১৬২ জন চিকিৎসক। করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দুই হাজার ৯৫৪ জন। এ তথ্য জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন-বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ।

বিএমএ জানায়, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার চিকিৎসাসেবা সঙ্গে জড়িত ৮ হাজার ২৮৩ জন্ স্বাস্থ্যকর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন।

গত বছরের ১৫ এপ্রিল মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ ছিলেন দেশে করোনায় প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক।

Write Your Comment Here

মন্তব্য করুন »